রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

কবিতার প্রহর ১৪

এই সব রাত্রি

ফররুখ আহমদ 


এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার
                             নিজেদের সাথে,
পুরানো যাত্রীর দল যারা আজি ধূলির অতিথি
                             দাঁড়ালো পশ্চাতে।

কায়খসরুর স্বপ্ন কঙ্কালের ব্যর্থ পরিহাস
জীবাণুর তনু পুষ্টি করিয়াছে কবে তার লাশ!
শাহরিয়ার দেখে যায় কামনার নিষ্ফল ব্যর্থতা,
জিঞ্জীরে আবদ্ধ এক জীবনের চরম রিক্ততা।

এই সব রাত্রি শুধু একমনে কথা কহিবার--
খরস্রোতা জীবনের কোল ঘেঁষে সেখানে অসাড়
অন্ধকার বালিয়াড়ি, তলদেশে যাত্রীরা নিশ্চল,
মৃত্যুর কুয়াশা মাঝে বিবর্ণ তুহিন তনুতল
আঘাতে সকল গান, সব কথা রিক্ত নিরুত্তাপ,
স'য়ে যায় কবরের, স'য়ে যায় ধূলির প্রতাপ,
এই সব রাত্রি শুধু একমনে সেই কথা শোনে,
সেতারা উড়িয়ে তার অন্ধকার দুরন্ত পবনে।

এই সব আঁধারের পানপাত্র, মর্মর নেকাব
ছাড়ায়ে হীরার কুচী, জ্বলিতেছে জুলেখার খা'ব,
লায়লির রঙিন শরাব। কেনানের ঝরোকার ধারে;
ঝরিয়ে রক্তিম চাঁদ আঁধারের বালিয়াড়ি পারে।

এই সব রাত্রি শুধু একমনে করে যায় ধ্যান,
আবার শুনিতে চায় কোহিতূর, সাফার আহবান
দূরচারী মুসাফির কাফেলার ঘণ্টার ধ্বনিতে
তারার আলোয় গ'লে মারোঁয়ার পাহাড়তলীতে
মৃদু- স্বপ্নে কথা ক'য়ে আবছায়া শুভ্রতা বিভোর,
এই সব ম্লান রাত্রি সূর্যালোকে হ'তে চায় ভোর।

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

হে আল্লাহ্‌! আমাদের 'অল্প সংখ্যক' লোকের অন্তর্ভুক্ত করে দিন।

courtesy : freebigpictures.com
একবার উমার বিন খাত্তাব (রাঃ) বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পেলেন, এক লোক দু'আ করছে, ''হে আল্লাহ্‌! আমাদের অল্পসংখ্যক লোকের অন্তর্ভুক্ত করে নিন। আমাদের অল্পসংখ্যক লোকের অন্তর্ভুক্ত করে নিন।'' তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ''এ দু'আ তুমি কোথায় পেয়েছো?''
লোকটি জবাব দিল, ''আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা কুর'আনে বলেছেন, ''আমার বান্দাদের মাঝে অল্পসংখ্যক মানুষ ই কৃতজ্ঞ'' (কুর'আন ৩৪ : ১৩)
এ কথা শুনে উমার (রাঃ) কাঁদতে আরম্ভ করলেন। আর নিজেকে তিরস্কার করতে লাগলেন, "লোকেরা তোমার চেয়েও বেশি জ্ঞানী, হে উমার! হে আল্লাহ্‌, আমাদের অল্পকিছু লোকের অন্তর্ভুক্ত করে দিন।"

আপনি যখন কাউকে কোন খারাপ কাজ ত্যাগ করতে বলেন, তখন প্রায় সময়ই এই উত্তরটা পাওয়া যায়, ''শুধু তো আমি একা না, বেশীরভাগ লোকই এটা করছে!'' কিন্তু আমরা যদি কুর'আনে 'বেশীরভাগ মানুষ' কথাটি খুঁজি তাহলে দেখবো, 'বেশীরভাগ মানুষ'
'জানে না' (৭ : ১৮৭)
'ধন্যবাদ দেয় না' (২ : ২৪৩)
'বিশ্বাস করে না' (১১ : ১৭ )
অধিকাংশ মানুষ
'বেপরোয়াভাবে অবাধ্য' (৫ : ৫৯)
'অজ্ঞ' (৬ : ১১১)
'মুখ ফিরিয়ে নিচ্ছে' (২১ : ২৪)
'আল্লাহ্‌র আয়াত সমূহ ও সাক্ষাত অস্বীকার করে' (২৯ : ২৩)
'কিছুই শুনে না' (৮ : ২১)

তাই সে অল্পকিছু লোকদের মধ্যে থাকার চেষ্টা করুন যাদের সম্পর্কে আল্লাহ্‌ সুবহানাহু তা'আলা বলেছেন,
'আমার বান্দাদের মাঝে অল্পসংখ্যক লোকই শোকর আদায় করে' (৩৪ : ১৩)
'কম সংখ্যক মানুষ ই বিশ্বাস করেছে' (১১ : ৪০)
'থাকবে সেই পরিতৃপ্তির বাগানে, যারা (বড় অংশ) থাকবে পূর্ববর্তী লোকেদের মাঝ থেকে, আর সামান্য অংশ থাকবে পরবর্তীদের মধ্যে' (৫৬ : ১২-১৪)

ইবনুল কায়্যিম (রাহিঃ) বলেছেন, "সত্যের পথে এগিয়ে যেতে একাকীত্ব বোধ করোনা কারণ অল্পসংখ্যক লোকই এ পথ বেঁছে নিয়েছে। আর মিথ্যা পথের ব্যাপারে সতর্ক থেকো, এর অধিক সংখ্যক অনুসারী যেনো তোমাদের প্রতারিত করতে না পারে।"

- কিতাব আল- যুহদ

মূল লেখা : 'O Allah, Make us of Your 'Few' Servants' থেকে অনূদিত।

বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

টুকরো জীবন

পৃথিবীর সীমানা যেথায় শেষ,
সেথায় যেতে খুব ইচ্ছে হয় আজকাল।
তারপর এমনই কি কোন গ্রহ?
এমনই আত্মকেন্দ্রিক জনতার ঢল নামে ভোর হলে!
যাদের বিষাক্ত নিঃশ্বাসে বিবর্ণ হয়ে আছে
গাছের সবকটা সবুজ পাতা।

ভারী পাতা নেমে আসা দু'চোখে
সবুজ দেখতে বড্ড ইচ্ছে হয় আজকাল।