শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

টুকরো জীবন ৭

যার জন্য ভালোবাসা দিয়ে ভেতরটা পূর্ণ করে রেখেছিলাম,
সে আমার জন্য তার ভেতরে ঘৃণার চাষ করে রেখেছে।
বোকা!
সে কি জানে না?
ঘৃণার পিঠে ঘৃণার জন্ম হয়। তারপর এ ফসল একদিন গ্রাস করবে তার নিজ সত্তাকেই! ছড়িয়ে পড়বে বহুদূর।
লোকজন পাশ কেটে যেতে গিয়ে দেখবে 
আপাদমস্তক ঘৃণা লেখা কেউ নির্বিকার হেঁটে যাচ্ছে।
কেউবা অবাক হয়ে বলবে, "এতটা ঘৃণা ধারণ করাও কি সম্ভব! জীবন টা ত খুব ছোট ছিল।"

ভালোবাসা হলো বাড়ির পাশের ঐ দোলনচাঁপা গাছটার মতো। যার ছোট্ট একতোড়া ও কতটুকু সৌরভ ছড়িয়েছে সে খবর রাখার আগেই সে ঝরে গেছে।
তবু বহুদিন পর লোকে বলবে, এখানটায় একটা গাছ ছিলো। রাতের খোলা জানালায় যার সৌরভ বলেছিল তার কথা।
তাই ভালোবাসায় মোড়ানো কথার খবর না রাখলেও চলে। সে বেঁচে থাকে সৎ মূহুর্তগুলোয়।
               
আর ঘৃণার বিষাক্ত ছায়া,
কুড়ে কুড়ে খায় হৃদয়ের উর্বর জমির
প্রতিটি ইঞ্চি।