শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

কিছু ছন্নছাড়া সময়ের গল্প ৬

তরঙ্গের ছায়া কি কোথাও পড়ে না!
নাকি অমন স্বচ্ছ বুকের ছায়া হতে নেই?
অন্যেরটা বয়ে বেড়ানোতেই তার স্বার্থকতা?

এই ক্ষণিকের জীবনে পরম পাওয়া বলে তো কিছু নেই,
তাই নাইবা জানলো লোকে
দুখের দীর্ঘ মাস্তুল বুকে
আঘাত করে গেলে
তা কেমন দেখায় দেখতে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন