মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

টুকরো জীবন ৫

pic: www.instagram.com/urmee_s.a/
কী অদ্ভুত সময় কেটেছে, মোহগ্রস্ততার!
ভুল নদীর বাঁকে।

দুরভিসন্ধির খেলায় পরাজিত সত্ত্বা
অতঃপর হেঁটে এসেছে, একরাতে
হাজার বছরের পথ।
এখন মনে হয় ঢের দিন বেঁচে আছি,
স্বার্থপর পৃথিবীর চেয়েও
যেন কিছু বেশী হল আয়ু।

যে ঢেউয়ে চলে গেছে নদী,
মানুষের দূরবিন্দুর বাইরে
এবার ছুটিতে হবো সে ঢেউয়ে বিলীন।

শূণ্যতার হাহাকার নিয়ে, 
ধূসর পৃথিবী বেঁচে থাক,
বেঁচে থাক আরো হাজার বছর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন