- দু:খগুলো যদি ছাপার অক্ষরে হতো!
তবে একটানা পড়ে শেষ করে ফেলা যেতো।
কিন্তু তেমন কালি না কি এখনো হয় নি,
যে দু:খ লেখে।
- আবীর ও বুঝি নেই?
তবে আঁকা যেতো।
- ধুর, বোকা! এর আবার আবীর কী!
দু:খ কি আর রঙিন হয়?
সাদা আর কালোয় মেশানো।
- তবে যে গন্ধ হয়!
কেমন ঝাঁঝালো
- আরে! ও তো স্বপ্ন পোড়া ঘ্রাণ।
চোখে জ্বালা ধরায় না?
- হুঁ, খুব।
রক্তিম চোখে লোনা জলের জোয়ার ডেকে আনে
- এটাই হওয়ার কথা।
এমনি ছিল
যুগ যুগ।
দু:খ
সবার লুকানো সমুদ্রের জোয়ারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন