মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

টুকরো জীবন ৮

একবার হঠাত মাঝরাত্তিরে তুমি ঘুম থেকে জাগিয়ে বলেছিলে,
'আমার তোমায় কিছু দিতে ইচ্ছে করছে!
আছে তোমার কোন চাওয়া?'
জবাবে বলেছিলাম...
Image : Hourglass
Courtesy: Sarah Dickenson
'আমায় একটা বালুঘড়ি দিও।
ঝরে পড়া বালির বুক চিড়ে যে সময় গড়ায়
সেখানে আমি আটকে রাখবো এ মূহুর্তটাকে।"

তারপর এমন কত মাঝরাত্তি গড়ালো !
তুমি হয়তো ভাবতে
ভুলে যাওয়ার আরেক নাম এগিয়ে যাওয়া
তাই ভুলে যাওয়ার আনন্দস্রোত ভাসিয়ে নিলো
বাসি হওয়া সব মূহুর্ত।

মহাকালের অবধারিত বয়ে যাওয়া শেষে,
বালুঘড়ির বুক জুড়ে নিয়েছে এখন শূন্যতা।
পাশ ফিরলেই কী ভীষণ মিথ্যেয় গড়া
আমাদের চারপাশ!
সময়ের আগে তাই ভেঙে গেলো
আমাদের 'ঠুনকো সময়'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন