শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

প্রতিশব্দের গল্প

আজকাল শব্দেরা,

জোনাকির মতো জ্বলে উঠে মাঝে মাঝে
রাত্রি গভীর হওয়ার অনেক আগেই,
তারপর ঢেকে যায়
অন্ধকার মৌন মিছিলে।

অথবা, দূর কোন নদীর বুক থেকে
ভেসে আসে এক চিলতে বাতাস হয়ে,
দোলা দেয় ধানের বাড়ন্ত শীষে
নীরবে, নিভৃতে।

একেকদিন বিকেলে ম্লান হয়ে যায়
যে আলো,
দিগন্তরখার ওপারে
আমার শব্দেরা হারায় কখনো তাদের সাথে। 

আর এভাবেই আমার যাপিত প্রতিটি দিন
নৈশব্দের ভারে হয়ে উঠে শব্দহীন।।। 

          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন