বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

পাল্টাচাল


আমাদের ছুটে চলা সময়টাকে মাঝে মাঝে বহতা নদীর মত মনে হয়। কখনও খরস্রোতা নদীর মত উন্মত্ত বেগে, কখনও বা শান্ত, ধীর, স্থির। তারপরও চলছে। তার সাথে তাল মেলাতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেতে হয়। তবুও থামতে পারিনা। ভয় হয়, এই বুঝি শত সহস্র বছরের অপেক্ষমাণ শ্যাওলা এসে ঘিরে ধরবে। এভাবে চলতে চলতেই কখন যে হঠাৎ দুনিয়াতে আমার পাল্টাচাল দেয়ার সময় চলে এসেছে টেরই পাইনি। মেনে নিতেই ভয় হচ্ছে, "পারব তো?" কত নিচ্ছিদ্র, নিশ্চিন্ত সময় পার করে এসেছি হয়ত তখন এমনি কারও বিনিদ্র রজনী যাপনের মধ্যে দিয়ে। আজ জীবনের দাবাঘরে যখন আমার চাল দেয়ার সময় তখন কেন এত ভয়? এত সংশয়? আরে, এসব প্রশ্নই আমি কাকে করছি, কেনইবা করছি! উত্তরটা তো আমাকেই দিতে হবে।
সময়টাই যে আমার উত্তর দেয়ার.........   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন