সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

শুধুই কি ছুটে চলা?

পৃথিবীবাসী এই আমরা
বড় বেশী স্বার্থপর,
যোগান ফুরিয়ে গেলেই
কদর্যতা ভেসে উঠে মুখের 'পর।
এক মুহূর্ত বিরাম নেই
নিজের জন্য এই পথ চলায়, 
ক্রমশ বেড়েই চলছে ফেলে আসা নোংরার স্তূপ।
তারপর একদিন শেষ হবে এ যাত্রার,
অজস্র ময়লার ভাগাড়ে চাপা পড়ে রবে এ নিথর দেহ,
শেয়াল আর শকুনের খাদ্য হয়ে।

তবুও কিছু চোখ স্বপ্ন দেখে,
আমৃত্যু এ জঞ্জাল সরিয়ে যাওয়ার।
ভোরের স্নিগ্ধ আলোয় এখনও মায়াবী কিছু মুখ,
সুখ খুঁজে বেড়ায় পরের জন্য পথ চলায়।
সর্বস্ব বিলিয়ে দেয়,
পরম পাওয়ার আশায়।



রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

কিছু ছন্নছাড়া সময়ের গল্প ৪

একদিন আমায় ছুটি দিও,
আমার লাল ঘুড়িটাকে সাথে নিয়ে
নতুন করে দেখবো আকাশ
মেঘরঙে মন রাঙিয়ে।   
একদিন আমায় ছুটি দিও,
আমি ঘাসফড়িঙের পিছু পিছু
সবুজের কাছে আরও মন খুলে বলে যাব
রেখে দেয়া কথা কিছু কিছু।
একদিন আমায় ছুটি দিও,
যখন মেঘমালা কেয়াবনে আসে
টুপটাপ বৃষ্টিতে বৃষ্টি বেলায় আমি
দিশেহারা হব উচ্ছাসে।  
ছুটি দিও একদিন চিলেকোঠা দুপুরে
সূর্যদীঘল বাড়ি হাতে,
চোখে আছে স্বপ্নের অজস্র আঁকিবুঁকি
প্রজাপতি কল্পনা সাথে।
কেন যেনো আমার দিন কাটে
রঙহীন ছুটি ছাড়া এভাবে,
বেখেয়ালী জানালাটা দেয়ালেই ঢেকে গেল
আকাশটা দেখি বল কিভাবে? 


কয়েকটা পিচ্চির মুখে ছুটির এ আকুল আবেদন শুনে মনে হল, আমি নিজেও তো এরই মাঝে আবর্তিত হচ্ছি। মুক্তি, সে তো আমার মধ্যেও নেই.........