রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

কিছু ছন্নছাড়া সময়ের গল্প ৪

একদিন আমায় ছুটি দিও,
আমার লাল ঘুড়িটাকে সাথে নিয়ে
নতুন করে দেখবো আকাশ
মেঘরঙে মন রাঙিয়ে।   
একদিন আমায় ছুটি দিও,
আমি ঘাসফড়িঙের পিছু পিছু
সবুজের কাছে আরও মন খুলে বলে যাব
রেখে দেয়া কথা কিছু কিছু।
একদিন আমায় ছুটি দিও,
যখন মেঘমালা কেয়াবনে আসে
টুপটাপ বৃষ্টিতে বৃষ্টি বেলায় আমি
দিশেহারা হব উচ্ছাসে।  
ছুটি দিও একদিন চিলেকোঠা দুপুরে
সূর্যদীঘল বাড়ি হাতে,
চোখে আছে স্বপ্নের অজস্র আঁকিবুঁকি
প্রজাপতি কল্পনা সাথে।
কেন যেনো আমার দিন কাটে
রঙহীন ছুটি ছাড়া এভাবে,
বেখেয়ালী জানালাটা দেয়ালেই ঢেকে গেল
আকাশটা দেখি বল কিভাবে? 


কয়েকটা পিচ্চির মুখে ছুটির এ আকুল আবেদন শুনে মনে হল, আমি নিজেও তো এরই মাঝে আবর্তিত হচ্ছি। মুক্তি, সে তো আমার মধ্যেও নেই.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন