সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

শুধুই কি ছুটে চলা?

পৃথিবীবাসী এই আমরা
বড় বেশী স্বার্থপর,
যোগান ফুরিয়ে গেলেই
কদর্যতা ভেসে উঠে মুখের 'পর।
এক মুহূর্ত বিরাম নেই
নিজের জন্য এই পথ চলায়, 
ক্রমশ বেড়েই চলছে ফেলে আসা নোংরার স্তূপ।
তারপর একদিন শেষ হবে এ যাত্রার,
অজস্র ময়লার ভাগাড়ে চাপা পড়ে রবে এ নিথর দেহ,
শেয়াল আর শকুনের খাদ্য হয়ে।

তবুও কিছু চোখ স্বপ্ন দেখে,
আমৃত্যু এ জঞ্জাল সরিয়ে যাওয়ার।
ভোরের স্নিগ্ধ আলোয় এখনও মায়াবী কিছু মুখ,
সুখ খুঁজে বেড়ায় পরের জন্য পথ চলায়।
সর্বস্ব বিলিয়ে দেয়,
পরম পাওয়ার আশায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন