এখানেও নেমেছে রাত্রির অন্ধকার। একটানা ডেকে চলছে রাতজাগা পাখিটা । হয়তবা এমনই কোন ডাহুক.........
ডাহুকের ডাক......
সকল বেদনা যেন, সব অভিযোগ যেন
হ'য়ে আসে নীরব নির্বাক।
রাত্রির অরণ্যতটে হে অশ্রান্ত পাখি!
যাও ডাকি ডাকি
অবাধ মুক্তির মত।
ভারানত
বেতস লতার তারে থেকে থেকে বাজে আজ আবাসের বীণা;
পাতায় শিশিরে...
ডাহুকের ডাক......
সকল বেদনা যেন, সব অভিযোগ যেন
হ'য়ে আসে নীরব নির্বাক।
রাত্রির অরণ্যতটে হে অশ্রান্ত পাখি!
যাও ডাকি ডাকি
অবাধ মুক্তির মত।
ভারানত
আমরা শিকলে,
শুনিনা তোমার সুর, নিজেদেরি বিষাক্ত ছোবলে
তনুমন করি যে আহত।
এই ম্লান কদর্যের দলে তুমি নও,
তুমি বও
তোমার শৃঙ্খল-মুক্ত পূর্ণ চিত্তে জীবনমৃত্যুর
পরিপূর্ণ সুর।
তাই তুমি মুক্তপক্ষ নিভৃত ডাহুক,
পূর্ণ করি বুক
রিক্ত করি বুক
রিক্ত করি বুক
অমন ডাকিতে পারো। আমরা পারি না।
বেতস লতার তারে থেকে থেকে বাজে আজ আবাসের বীণা;
ক্রমে তা'র থেমে যায়,
গাঢ়তর হ'ল অন্ধকার।
মুখোমুখি ব'সে আছি সব বেদনার
ছায়াচ্ছন্ন গভীর প্রহরে।
ছায়াচ্ছন্ন গভীর প্রহরে।
রাত্রি ঝ'রে পড়ে
পাতায় শিশিরে...
জীবনের তীরে তীরে...
মরণের তীরে তীরে...
বেদনা নির্বাক।
সে নিবিড় আচ্ছন্ন তিমিরে
বুক চিরে, কোন ক্লান্ত কণ্ঠ ঘিরে দূর বনে ডেকে ওঠে শুধু
তৃষাতীর্ণ ডাহুকের ডাক।।
তৃষাতীর্ণ ডাহুকের ডাক।।
- ডাহুক; ফররুখ আহমদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন