সিজদার আবে জমজম
গোলাম মোহাম্মদ
একটি জোছনার পর আর একটি চন্দ্রিমা
এইভাবে অন্য এক রূপালী আলোয় আমরা পৌঁছে গেলাম
পূর্ব-পশ্চিম, দক্ষিন-উত্তর সমস্ত প্রবাহের মধ্যে
একটি নিমগ্নতা-একটি গভীরতর বন্ধন।
সাতটি সমুদ্র মিশে আছে একটি ধারায়
সাতটি মহাদেশ মিশে আছে এই রশিতে
সেই জোছনার মধ্যে বিস্ময়কর পাঠের উচ্চারণ
সুদীর্ঘ অপেক্ষার পর প্রস্ফুটিত হাজার রাতের ফুল
রহমত বরকত মাগফেরাত কত নামের উপঢৌকন।
চোখের একটি একটি ফোঁটা হীরের পাহাড় যেন;
শুন্য হাতগুলো ভরে উঠলো
বিবর্ণমুখ বর্ণতার উল্লাসে ভরা সূর্য।
এখন দিন নেই- রাত নেই সময়ের গুঁড়োগুলো
আশ্চর্য দানার মতো মূল্যবান মোহনীয়
একটি একটি রুকু অগণিত রুকু
একটি একটি সিজদা অগণন সিজদার আবে জমজম।
একটি চাঁদ রাতের পর আরেকটি চাঁদ
এইভাবে ভরে ওঠার কত সব আয়োজন
রাইয়ানের সবগুলো দরজা খুলে দেয়া হলো
কারুকার্যে ভরা চিত্রল পরিপার্শ্ব এবং তৃষ্ণাহীন
পরিতৃপ্ত সবুজ প্রহর।
হে প্রেমময়! আমাদের আরো প্রেম দান কর
দাঁতাল জালিমের গ্রাস থেকে আমাদের রক্ষা কর
আমরা আমাদের খানা রেখে দিলাম দূরে, তোমার নির্দেশ
এখন পৃথিবীর সমস্ত সবুজ অঞ্চলে আত্মশুদ্ধির দিন
নড়ে উঠার মত সাহসের মিসাইল আমাদের বুকে দান কর।
ক্রুদ্ধ শকুন এখন পাখা মেলেছে আমাদের মাথার ওপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন