সাতরঙা স্বপ্নেরা ভিড় করে
কুয়াশার চাদর মোড়া জানালার গা'য়,
এপারে তারই প্রতীক্ষায়,
অকৃতী আমি
দেখি শুধু তাদের ক্ষয়ে যাওয়া।
তারপর কুয়াশা কেটে গেলে
পরে রয় ভগ্নাবশেষ,
বিবর্ণ স্বপ্নের।
প্রাপ্তিরা এসে মিলে শূন্যতায়।
থমকে থামি, সব নিয়েই কি বাঁচতে হয়?
অপেক্ষার দিনলিপিতে
থাক না তোলা সেসব কিছু,
অবসরের এইটুকু সুখ
রইলো না হয় পিছু পিছু।
কুয়াশার চাদর মোড়া জানালার গা'য়,
এপারে তারই প্রতীক্ষায়,
অকৃতী আমি
দেখি শুধু তাদের ক্ষয়ে যাওয়া।
তারপর কুয়াশা কেটে গেলে
পরে রয় ভগ্নাবশেষ,
বিবর্ণ স্বপ্নের।
প্রাপ্তিরা এসে মিলে শূন্যতায়।
থমকে থামি, সব নিয়েই কি বাঁচতে হয়?
অপেক্ষার দিনলিপিতে
থাক না তোলা সেসব কিছু,
অবসরের এইটুকু সুখ
রইলো না হয় পিছু পিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন