সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতার প্রহর ৩

রাত্রির অগাধ বনে

ফররুখ আহমদ


রাত্রির অগাধ বনে ঘোরে একা আদম-সুরাত
তীব্রতর দৃষ্টি মেলে তাকায় পৃথিবী
জাগো জনতার আত্মা! ওঠো, কথা কও,
কতোকাল আর তুমি ঘুমাবে নিসাড়
নিস্পন্দ, আকাশ ছেয়ে চলেছে যখন
নতুন জ্যোতিষ্ক-সৃষ্টি; তখনো তোমার
স্থবির নিশ্চল বুকে নাই কোন প্রাণদ-ইঙ্গিত
নাই অগ্নিকণা; নাই ধূমকেতু বেগ!
জনতার অপমৃত্যু বুকে নিয়ে পৃথিবী ঘুমায়,
শোষকের রক্ত জমে সমুদ্রের গভীর অতলে
অগ্নিকণা সৃষ্টি হয়-নাকো!

কতকাল ঘুমাবে একাকী?

তোমার পাঞ্জার সাথে জালিমের শাণিত পাঞ্জার
হবে নাকি সুকঠিন প্রানান্ত-প্রয়াস!
হবে নাকি বোঝাপড়া জীবন-মৃত্যুর!
হবে নাকি ব্যর্থতার চাপাকান্না
        জেহাদের ঝড় সাইমুম :
জাগো জনতার আত্মা! ওঠো, কথা কও!

পৃথিবী বিশাল আর বিচিত্র বিশালতর অস্তিত্ব তোমার-
আকাশের দীপ্ত বহ্নি তোমার মুঠিতে
তোমার চোখের কোণে সমুদ্রের রহস্য অসীম
তোমার বুকের মাঝে সুপ্ত দাবানল

পৃথিবীকে কখন জ্বালাবে?
যে- পৃথিবী জালিমের কঠিন মুঠিতে
সে- পৃথিবী জ্বালাবে কখন?
যে- ঘুম মৃত্যুর মত গতিহীন মাদক অশেষ
সেই ঘুম কখন জ্বালাবে?
আজ তুমি চিনে নাও আপন পৃথ্বীরে
গড়ে তোলো পৃথিবী আপন,
নিজের আত্মাকে আজ চিনে নাও তুমি
গড়ে নাও পৃথিবী নিজের
জাগো জনতার আত্মা! ওঠো, কথা কও!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন