বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতার প্রহর

আমি নৃশংসতা দেখেছি 

মাহমুদ দারবিশ



হত্যাযজ্ঞের নৃশংসতা আমি প্রত্যক্ষ করেছি 
আমি তো একটি মানচিত্রের বলি
আমি সহজ-সরল শব্দের সন্তান।

আমি দেখেছি ঝিনুকের ওড়াওড়ি
আমি তো দেখেছি বোমার মত 
শিশিরের ফোঁটা।
আমার ওপরই আমার হৃদয়ের ফটকে
যখন ওরা খিল দিলো,
অবরোধ গড়ে তুললো আর সান্ধ্য আইন জারি করলো
আমার হৃদয় পরিণত হলো সঙ্কীর্ণ কুঞ্জপথে
আমার পাঁজর পরিণত হলো পাথরে
আর সুগন্ধি রঙিন পুষ্প ফুটতে শুরু করলো
আর সুগন্ধি রঙিন পুষ্প ফুটতে শুরু করলো।

অনুবাদ- আসাদ চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন