আপনি যখন দু'আর কোন ফল পাচ্ছেন না তখন পর্যায়ক্রমে দু'টি কাজ করুন
১. আপনার গুনাহগুলোর জন্য বেশী বেশী তওবা করুন এবং আল্লাহ্ তা'আলার নিকট ক্ষমা চান।
২. এমন কী কোন সম্পর্ক রয়েছে যা আপনি ছিন্ন করেছেন? তা পুণঃপ্রতিষ্ঠিত করুন। ইচ্ছাকৃতভাবে কি কোন ঋণ পরিশোধে দেরী করছেন? এমন কী কোন পাপ রয়েছে যা আপনি জেনে শুনে চালিয়ে যাচ্ছেন? এখনই সময় বন্ধ করার।
এরপরও যদি আপনার দু'আ কবুল না হয় এবং আপনি যথেষ্ট আন্তরিক ও মনোযোগী তাহলে সন্তুষ্ট
থাকুন। কারণ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আপনার জন্য আরো বড় কিছুর পরিকল্পনা করে রেখেছেন। সাথে রয়েছে ক্ষমা ও পুরস্কারের বিশালতা।
প্রার্থনা চালিয়ে যান। সর্বোত্তম ফলাফলই আপনার জন্য অপেক্ষা করছে।
আল্লাহ্ তা'আলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমীন।
১. আপনার গুনাহগুলোর জন্য বেশী বেশী তওবা করুন এবং আল্লাহ্ তা'আলার নিকট ক্ষমা চান।
২. এমন কী কোন সম্পর্ক রয়েছে যা আপনি ছিন্ন করেছেন? তা পুণঃপ্রতিষ্ঠিত করুন। ইচ্ছাকৃতভাবে কি কোন ঋণ পরিশোধে দেরী করছেন? এমন কী কোন পাপ রয়েছে যা আপনি জেনে শুনে চালিয়ে যাচ্ছেন? এখনই সময় বন্ধ করার।
এরপরও যদি আপনার দু'আ কবুল না হয় এবং আপনি যথেষ্ট আন্তরিক ও মনোযোগী তাহলে সন্তুষ্ট
থাকুন। কারণ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আপনার জন্য আরো বড় কিছুর পরিকল্পনা করে রেখেছেন। সাথে রয়েছে ক্ষমা ও পুরস্কারের বিশালতা।
প্রার্থনা চালিয়ে যান। সর্বোত্তম ফলাফলই আপনার জন্য অপেক্ষা করছে।
আল্লাহ্ তা'আলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমীন।
Navaid Aziz- এর facebook page থেকে অনূদিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন