খলীফা হবার পূর্বে একবার উসমান (রা.)- এর খাদ্য বোঝাই বাণিজ্য বহর সিরিয়া থেকে মদিনায় প্রত্যাবর্তন করে। দুর্ভিক্ষের দরুন মানুষ তখন শোচনীয় দুর্দশায় পতিত ছিল। মদিনার বহু ব্যবসায়ী তাঁর কাছে এসে বলে, "দেশে খাদদ্রব্যের চাহিদা কত তীব্র তা তো আপনি ভাল করেই জানেন। এই দ্রব্যসম্ভার আমাদের নিকট বিক্রি করে দিন। আমরা দ্বিগুণ মূল্য দেব।" তিনি বললেন, "আল্লাহ্ আমাকে দশগুন মুনাফা দেয়ার ওয়াদা করেছেন। তোমরা কি আমাকে এর চেয়ে বেশী দিতে পার?" তারা বলল, "না"। তখন হযরত উসমান (রা.) আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করলেন যে, "এই বাণিজ্য বহরের সমস্ত সম্পদ আল্লাহ্র উদ্দেশ্যে দরিদ্র ও মিসকিনদের জন্য সাদকা করে দিলাম।"
রাসূল (সা.) একবার আসরের সলাতে সালাম ফিরিয়ে তড়িঘড়ি করে উঠে পড়লেন এবং লোকদের ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কামরার দিকে গেলেন। লোকেরা তা দেখে ঘাবড়ে গেল। তারপর তিনি বেরিয়ে এসে দেখলেন যে লোকেরা তাঁর তড়িঘড়ির কারণে হতবাক হয়ে গেছে। তিনি বলেন, এক টুকরা সোনা ঘরে রয়ে গিয়েছিল। আমার নিকট তা জমা থাকা আমি পছন্দ করছিলাম না। তাই তা বিতরণ করে দেয়ার হুকুম দিয়ে এলাম।
রাসূল (সা.) একবার আসরের সলাতে সালাম ফিরিয়ে তড়িঘড়ি করে উঠে পড়লেন এবং লোকদের ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কামরার দিকে গেলেন। লোকেরা তা দেখে ঘাবড়ে গেল। তারপর তিনি বেরিয়ে এসে দেখলেন যে লোকেরা তাঁর তড়িঘড়ির কারণে হতবাক হয়ে গেছে। তিনি বলেন, এক টুকরা সোনা ঘরে রয়ে গিয়েছিল। আমার নিকট তা জমা থাকা আমি পছন্দ করছিলাম না। তাই তা বিতরণ করে দেয়ার হুকুম দিয়ে এলাম।
তথ্যসূত্র :
ইসলামের স্বর্ণযুগে সামাজিক ন্যায়নীতি - সাইয়্যেদ কুতুব
রিয়াদুস সালেহীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন