তুমি নিজের চোখে তাকাও যদি যুগের প্রতি
মহাশূন্যে আলোকিত করবে তোমার ঊষার জ্যোতি।
তোমার স্ফুলিঙ্গ থেকে সূর্য আলো করবে আহরণ,
চাঁদের মুখাবয়ব থেকে তোমার সৌভাগ্যের হবে স্ফুরণ।
তোমার চিন্তার মুক্তামালায় সাগর হবে তরঙ্গায়িত,
আর প্রকৃতি তোমার অলৌকিক নৈপুণ্যে হবে লজ্জিত।
অন্যের চিন্তার দুয়ারে তোমার এ ভিক্ষাবৃত্তি?
তুমি কি হারিয়েছো তোমার খুদীর সীমান্তে পৌঁছার শক্তি?
- আল্লামা ইকবাল
মহাশূন্যে আলোকিত করবে তোমার ঊষার জ্যোতি।
তোমার স্ফুলিঙ্গ থেকে সূর্য আলো করবে আহরণ,
চাঁদের মুখাবয়ব থেকে তোমার সৌভাগ্যের হবে স্ফুরণ।
তোমার চিন্তার মুক্তামালায় সাগর হবে তরঙ্গায়িত,
আর প্রকৃতি তোমার অলৌকিক নৈপুণ্যে হবে লজ্জিত।
অন্যের চিন্তার দুয়ারে তোমার এ ভিক্ষাবৃত্তি?
তুমি কি হারিয়েছো তোমার খুদীর সীমান্তে পৌঁছার শক্তি?
- আল্লামা ইকবাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন