- 'নিষ্কৃতি' জীবনে বেশ দুষ্প্রাপ্য একটা শব্দ। অভিধানেই শুধু খুঁজে পেলাম।
- কখনো এমন হয়, পার্থিব অনেক ভালবাসা সত্ত্বেও ভেতরটা কেমন জানি খাঁ খাঁ করে। অন্তরে অপূর্ণতা রয়েই যায়। মনে হয় সত্যিকারের ভালবাসাকে যেন অনেক পেছনে ফেলে এসেছি। যে ভালবাসা নশ্বর পৃথিবীর মায়াজালে আটকা পড়ে না।
- দুনিয়া আর তার নোংরা মানুষগুলোর পেছনে ছোটা কখনো একটা সুখের স্মৃতি হতে পারে না। এদের অবস্থা শুকনো ধুলোর মত। গভীরে দাগ কাটে না। বাতাসের ঝাপটায় হারিয়ে যায় কালান্তরে।
- যতই ভাবি পরিবর্তন দরকার ততই তা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠে। পরে মনে হয় কোন 'পরিবর্তন' ই তো কখনো সহজ ছিল না।
- মাঝে মাঝে অবাক হয়ে আশে-পাশের মানুষগুলোর দিকে তাকাই। এত রঙে যে এরা জীবনকে সাজায়! সময়ের সাথে সাথে রঙ পরিবর্তিত হয়। কিন্তু এরা কী ভুলে গেছে ধূসরও একটা রঙ আছে!
- কিছু স্মৃতি জীবনকে শক্ত করে। ক্ষতগুলো রয়ে যায়। কালের আবর্তনে শুকায় শুধু! জীবনে সে সকল ক্ষতের দরকার অস্বীকার করা যায় না। তারা না থাকলে যে সাবধানে চলার কথা মনে থাকে না। বারবার হোঁচট খেতে হয়।
- কখনো এমন হয়, পার্থিব অনেক ভালবাসা সত্ত্বেও ভেতরটা কেমন জানি খাঁ খাঁ করে। অন্তরে অপূর্ণতা রয়েই যায়। মনে হয় সত্যিকারের ভালবাসাকে যেন অনেক পেছনে ফেলে এসেছি। যে ভালবাসা নশ্বর পৃথিবীর মায়াজালে আটকা পড়ে না।
- দুনিয়া আর তার নোংরা মানুষগুলোর পেছনে ছোটা কখনো একটা সুখের স্মৃতি হতে পারে না। এদের অবস্থা শুকনো ধুলোর মত। গভীরে দাগ কাটে না। বাতাসের ঝাপটায় হারিয়ে যায় কালান্তরে।
- যতই ভাবি পরিবর্তন দরকার ততই তা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠে। পরে মনে হয় কোন 'পরিবর্তন' ই তো কখনো সহজ ছিল না।
- মাঝে মাঝে অবাক হয়ে আশে-পাশের মানুষগুলোর দিকে তাকাই। এত রঙে যে এরা জীবনকে সাজায়! সময়ের সাথে সাথে রঙ পরিবর্তিত হয়। কিন্তু এরা কী ভুলে গেছে ধূসরও একটা রঙ আছে!
- কিছু স্মৃতি জীবনকে শক্ত করে। ক্ষতগুলো রয়ে যায়। কালের আবর্তনে শুকায় শুধু! জীবনে সে সকল ক্ষতের দরকার অস্বীকার করা যায় না। তারা না থাকলে যে সাবধানে চলার কথা মনে থাকে না। বারবার হোঁচট খেতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন