শনিবার, ১ মার্চ, ২০১৪

স্বর্ণযুগের হাতছানি ৩

খলীফা আবু বকর (রা.) - এর সময়কাল। ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন খালিদ ইবনুল ওয়ালীদ (রা.)। তুমুল লড়াই চলছে। প্রতিটি সংঘর্ষেই তুলাইহার সঙ্গীরা পরাজয় বরণ করছে। একদিন তুলাইহা তার ঘনিষ্ঠজনদের কাছে জিজ্ঞেস করলো, আমাদের এমন পরাজয় হচ্ছে কেন? তারা বললো, কারণ, আমাদের প্রত্যেকেই চায় তার সঙ্গীটি আগে মারা যাক। অন্যদিকে আমরা যাদের সাথে লড়ছি , তাদের প্রত্যেকেই চায় তার সঙ্গীর পূর্বে সে মৃত্যুবরণ করুক।

 

মিকদাদ ইবন ‘আমর (রা.)। তিনি প্রথম পর্যায়ের সাত ব্যক্তির অন্যতম যারা ইসলামের প্রাথমিক যুগে চরম অত্যাচারের মুহূর্তেও প্রকাশ্যে নিজেদের ঈমান আনার কথা ঘোষণা করেন।
রাসূল (সা.) একবার তাকে একটি দলের আমীর নিযুক্ত করেন। তিনি ফিরে আসলে রাসূল (সা.) জিজ্ঞেস করলেন, নেতৃত্ব কেমন লাগলো? জবাবে তিনি বড় একটি সত্য কথা বলে ফেলেন। বলেন, ‘নিজেকে আমার সবার ওপরে এবং অন্যদের আমার নিচে মনে হয়েছে। যিনি সত্যসহ আপনাকে পাঠিয়েছেন, তাঁর শপথ, আজকের পর আর কক্ষনো আমি দু’ব্যক্তির ওপর আমীর হবো না।’ তিনি সবসময় এ হাদিসটি আওড়াতেন : ‘ফিতনা থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে, সে প্রকৃত সৌভাগ্যবান।’

তথ্যসূত্র : আসহাবে রাসূলের জীবনকথা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন