অনেক তো হলো বলা,
এখনো ভাঙেনি নিস্তব্ধতার মোহ?
এখানে শব্দের উৎসব।
আমরা জেগে রই,
শহরের শেষ পাতাটাও ঝরে পড়ার
শব্দ শুনবো বলে।
এখনো ভাঙেনি নিস্তব্ধতার মোহ?
এখানে শব্দের উৎসব।
আমরা জেগে রই,
শহরের শেষ পাতাটাও ঝরে পড়ার
শব্দ শুনবো বলে।
তোমাদের নির্লজ্জ নিরবতার কাছে ম্লান মনে হয়-
আমাদের স্পন্দনহীন মৌনতা।
আমাদের স্পন্দনহীন মৌনতা।
আর্তির নৌকা কি ভিড়েনা ঘাটে?
নাকি ব্যস্ত বন্দর ঠাসা
চোখ ধাঁধা বর্ণিল জাহাজ।
তার ভিড়ে আমাদের নোঙরহীন ডিঙি
নিরন্তর ভেসে চলে,
রাহমানের বন্দরে ঠাঁই করে নেবে বলে।।
নাকি ব্যস্ত বন্দর ঠাসা
চোখ ধাঁধা বর্ণিল জাহাজ।
তার ভিড়ে আমাদের নোঙরহীন ডিঙি
নিরন্তর ভেসে চলে,
রাহমানের বন্দরে ঠাঁই করে নেবে বলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন