একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)- এর নিকট এক ব্যক্তি এসে বললো, "আমি ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ- এর কাজ করতে চাই।"
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বললেন, "তুমি কি এই কাজের উপযুক্ততা অর্জন করেছো?" সে বললো , "আমি তো তাই আশা করি।"
তখন তিনি বললেন, "আল্লাহ্র কিতাবের তিনটি আয়াতের অসম্মান করার আশংকা না থাকলে তুমি এ কাজে নামতে পার।" লোকটি বললো, "ওগুলো কোন কোন আয়াত?" তিনি (রা) বললেন -
"["তোমরা কি লোকেদের ভালো কাজের কথা বল অথচ নিজেরা তা ভুলে যাও?" (সূরা বাকারাহ)]
এর উপর কি ভালভাবে আমল করেছো?" সে বললো, "না।" তিনি জিজ্ঞেস করলেন -
"["তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা কর না?" (সূরা আস-সফ)] এর উপর কি ভালভাবে আমল করেছো?" লোকটি জবাব দিল, "না।" তিনি বলেন -
"["আমার ইচ্ছা এটা নয় যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তা নিজে করবো।" (সূরা হূদ)] তুমি কি এর উপর ভালোভাবে আমল করেছো?" সে বললো, "না।"
তখন তিনি বললেন, "তাহলে তোমার নিজের উপরই প্রথমে দাওয়াতের কাজ শুরু করো।"
সর্বপ্রথম আমার নিজের উপর প্রযোজ্য। আল্লাহ্ যেন আমাদের চরিত্র ও আচরণ তাঁর রঙে রাঙিয়ে নেয়ার তৌফিক দান করেন। আমীন। শেষ করছি একটি হাদীস দিয়ে
উসামা ইবনে যায়িদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি : কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফলে তার নাড়ি-ভুঁড়ি বেরিয়ে আসবে। সে এটা নিয়ে এমনভাবে চক্কর দিতে থাকবে যেভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে। জাহান্নামীরা তার চারপাশে সমবেত হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি কি সৎ কাজের নির্দেশ দিতে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না? সে বলবে, হাঁ আমি সৎ কাজের নির্দেশ দিতাম, কিন্তু নিজে তা করতাম না। আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম, কিন্তু আমি নিজেই তা করতাম।
হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
বই সহায়িকা :
রিয়াদুস স্বলিহীন
আল্লাহ্র দিকে আহবান
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বললেন, "তুমি কি এই কাজের উপযুক্ততা অর্জন করেছো?" সে বললো , "আমি তো তাই আশা করি।"
তখন তিনি বললেন, "আল্লাহ্র কিতাবের তিনটি আয়াতের অসম্মান করার আশংকা না থাকলে তুমি এ কাজে নামতে পার।" লোকটি বললো, "ওগুলো কোন কোন আয়াত?" তিনি (রা) বললেন -
"["তোমরা কি লোকেদের ভালো কাজের কথা বল অথচ নিজেরা তা ভুলে যাও?" (সূরা বাকারাহ)]
এর উপর কি ভালভাবে আমল করেছো?" সে বললো, "না।" তিনি জিজ্ঞেস করলেন -
"["তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা কর না?" (সূরা আস-সফ)] এর উপর কি ভালভাবে আমল করেছো?" লোকটি জবাব দিল, "না।" তিনি বলেন -
"["আমার ইচ্ছা এটা নয় যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তা নিজে করবো।" (সূরা হূদ)] তুমি কি এর উপর ভালোভাবে আমল করেছো?" সে বললো, "না।"
তখন তিনি বললেন, "তাহলে তোমার নিজের উপরই প্রথমে দাওয়াতের কাজ শুরু করো।"
সর্বপ্রথম আমার নিজের উপর প্রযোজ্য। আল্লাহ্ যেন আমাদের চরিত্র ও আচরণ তাঁর রঙে রাঙিয়ে নেয়ার তৌফিক দান করেন। আমীন। শেষ করছি একটি হাদীস দিয়ে
উসামা ইবনে যায়িদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি : কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফলে তার নাড়ি-ভুঁড়ি বেরিয়ে আসবে। সে এটা নিয়ে এমনভাবে চক্কর দিতে থাকবে যেভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে। জাহান্নামীরা তার চারপাশে সমবেত হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি কি সৎ কাজের নির্দেশ দিতে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না? সে বলবে, হাঁ আমি সৎ কাজের নির্দেশ দিতাম, কিন্তু নিজে তা করতাম না। আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম, কিন্তু আমি নিজেই তা করতাম।
হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
বই সহায়িকা :
রিয়াদুস স্বলিহীন
আল্লাহ্র দিকে আহবান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন