শনিবার, ২০ জুন, ২০২০

নিভৃত দ্যোতনা

সুড়ঙ্গ শেষের যে আলো
তা কি কেবলই অনুপ্রেরণার? 
মাঝে মাঝে ট্রেনের হেডলাইট হয়ে এসেও তো, 
চুরমার করে দিয়ে যায় 
গল্পের শেষটা। 

জীবন তবুও ফিরে আসে
তন্দ্রাহারা নিশীথের ক্লান্তিহীন দীর্ঘশ্বাসে,
অথবা এমনই নিরন্তর বয়ে যায়
ফেলে আসা ঝরা পাতার বিছানায়। 
দিবসের জেগে থাকা কোনো স্বপনে,
দমকে আন্দোলিত অনুরণনে। 

তারপর পৃথিবীতে পার করে অনেক বেলা,
সে কি হয় তৃপ্ত? 
প্রশান্ত আত্মার মতো! 
না কি দূর কোনো পর্বতের আরাধ্য ছায়ায়, 
আলেয়ার অলীক মায়ায়, 
সুড়ঙ্গের শেষ আলোর মুখ
আজও সে খুঁজে বেড়ায়? 

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

কিছু ছন্নছাড়া সময়ের গল্প ৭

প্রেমহীনতার এই শহরে
থাকছি না আর
সময় কোথায় সময় হারাবার!

যেথায় ফুঁ দিলেই একটা পাতা পাখি হয়ে উড়ে যায় 
হাতের তুড়িতে কাগজের নৌকা ভেসে বেড়ায়, 
জাদুর নদীর ওপারে! 
সেথায় ওক কাঠের ঘন বেড়ার ফাঁকে 
মায়াবী জোড়া চোখের মত চেয়ে থাকে 
বেগুন রঙা পিটুনিয়া 
আর টকটকে লাল ইরিথ্রিনা। 
টিনের চালায় থামে না একজোড়া চড়াইয়ের মিষ্টি খুনসুটি
যতক্ষণ না নামছে অঝোর ধারার ঘোরলাগা বৃষ্টি।

রাত হলে যেখানে চাঁদের গা থেকে 
মুঠো মুঠো রূপো ঝরে     
ভালোবাসা হয়ে,
সেখানে স্বপ্ন সাজাবো বলে
একদিন ছুটি নেবো 
তোমাদের লকড ডাউন এই পৃথিবী থেকে!                 
 ছবি ঃইন্টারনেট