প্রেমহীনতার এই শহরে
থাকছি না আর
সময় কোথায় সময় হারাবার!
যেথায় ফুঁ দিলেই একটা পাতা পাখি হয়ে উড়ে যায়
হাতের তুড়িতে কাগজের নৌকা ভেসে বেড়ায়,
জাদুর নদীর ওপারে!
সেথায় ওক কাঠের ঘন বেড়ার ফাঁকে
মায়াবী জোড়া চোখের মত চেয়ে থাকে
বেগুন রঙা পিটুনিয়া
আর টকটকে লাল ইরিথ্রিনা।
টিনের চালায় থামে না একজোড়া চড়াইয়ের মিষ্টি খুনসুটি
যতক্ষণ না নামছে অঝোর ধারার ঘোরলাগা বৃষ্টি।
রাত হলে যেখানে চাঁদের গা থেকে
মুঠো মুঠো রূপো ঝরে
ভালোবাসা হয়ে,
সেখানে স্বপ্ন সাজাবো বলে
একদিন ছুটি নেবো
খুব সুন্দর কবিতা! কিন্তু, লকড ডাউনের পৃথিবীতে কি ঐ সুন্দর পৃথিবীটা নেই? ঐটা কি অন্য কোনো গ্রহের দৃশ্য? পিটুনিয়া আর চড়ুইদের যে পৃথিবী...
উত্তরমুছুন