শনিবার, ২০ জুন, ২০২০

নিভৃত দ্যোতনা

সুড়ঙ্গ শেষের যে আলো
তা কি কেবলই অনুপ্রেরণার? 
মাঝে মাঝে ট্রেনের হেডলাইট হয়ে এসেও তো, 
চুরমার করে দিয়ে যায় 
গল্পের শেষটা। 

জীবন তবুও ফিরে আসে
তন্দ্রাহারা নিশীথের ক্লান্তিহীন দীর্ঘশ্বাসে,
অথবা এমনই নিরন্তর বয়ে যায়
ফেলে আসা ঝরা পাতার বিছানায়। 
দিবসের জেগে থাকা কোনো স্বপনে,
দমকে আন্দোলিত অনুরণনে। 

তারপর পৃথিবীতে পার করে অনেক বেলা,
সে কি হয় তৃপ্ত? 
প্রশান্ত আত্মার মতো! 
না কি দূর কোনো পর্বতের আরাধ্য ছায়ায়, 
আলেয়ার অলীক মায়ায়, 
সুড়ঙ্গের শেষ আলোর মুখ
আজও সে খুঁজে বেড়ায়? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন