মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

নৈঃশব্দ্যের ট্রেন

ইদানীং শব্দেরা খুব বেশী তাড়া করে,
আমি চাই নৈঃশব্দ্যের শহর।
ব্যাঙের একটানা ডাকে,
স্বপ্নগুলোর ডানা ঝাপটানোও যেন থেমে গেছে,
মুখ থুবড়ে পড়ে আছে বালুর 'পর।
এই বুঝি বিস্ফোরণ ঘটলো শব্দের।
তবু অপেক্ষায় থাকি,
মধ্যরাতে নৈঃশব্দ্যের ট্রেন ধরবো বলে,
ছেড়ে যাবো গন্তব্য,
দূর-বহুদূর।
অপেক্ষার প্রহর শেষে, একি!
মাঝরাতেও শুনি কিছু শেয়াল আর কুকুরের নগ্ন চিৎকার,
ছিঁড়ে খায় আমার শব্দহীন সময়গুলো।।

২টি মন্তব্য: