শুক্রবার, ২ মে, ২০১৪

কান পেতে রই

শব্দের অন্যরূপ দেখার প্রতীক্ষায়
আমি ছিলাম না,
চেয়েছিলাম সত্যের সাক্ষ্য হতে।
নির্ভেজাল সম্পর্কের টানাপোড়েনের দগ্ধতা
আমি চাইনি,
চেয়েছিলাম স্বপ্নের সুতোয় উল বুনতে।
হয়তবা দগ্ধতার আরেক নাম শুদ্ধতা,
আর শব্দের ভেতর জন্ম নেবে শব্দ,
ধ্বনির নাড়ী ছিঁড়ে বের হয়ে আসবে প্রতিধ্বনি,
বাঁকের শেষে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন