আমি!
আমার পোশাক ছিল টি-শার্ট, জিন্স আর চুল থাকত অনাবৃত। আমি খেলাধুলার সাথে জড়িত ছিলাম এবং প্রচুর খেলায় অংশগ্রহণ করতাম। এর বাইরে আমি ছিলাম একজন কিশোরী। সর্বোপরি, আমি ছিলাম নিতান্তই একজন শিশু।
ছেলেরা
আমি মুসলিম ছেলে মেয়েদের সাথে একত্রে একটি স্কুলে পড়তাম। জনপ্রিয়তার কারণে প্রত্যেকেই আমাকে চিনত। ছেলেদের কাছে আমি ছিলাম 'কুল'। তারা আমাকে গার্লফ্রেন্ড হিসেবে চাইত। আমার সাথে বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করত। পশ্চিমা সংস্কৃতিতে লালিত হওয়ার কারণেই তাদের কাছে আমি ছিলাম 'কুল'। যাই হোক, তারা এটা জানত না যে, আমি ছিলাম তাদের চিন্তার সম্পূর্ণ বিপরীত। আমি ওরকম মেয়ে ছিলাম না যারা ছেলেদের সাথে বাইরে বেড়াতে যেত। আমি তাদের ভয় পেতাম। তাছাড়া আমি ছিলাম মুসলিম। ইসলাম ধর্মের একজন অনুসারী। আমি ছিলাম অত্যন্ত লাজুক একজন, যে স্রষ্টার প্রতি আরও মনোযোগী হতে চাইত, ধর্মের ব্যাপারে জানত। বিশেষত বিপরীত লিঙ্গের মানুষদের সাথে মিশতে অপছন্দ করত। আমি বুঝতে পারলাম যে আমার বাহ্যিক অবস্থায় আমার ভেতরের চিন্তার প্রতিফলন ঘটছে না যা আমি সত্যিকার অর্থে লালন করি।
হিজাব
আমি আমার বন্ধুদের বলিনি যেদিন প্রথম হিজাব পড়লাম। আমার পিতা-মাতা বলল যে, এটা সুন্দর। আমার মনে পড়ছে আমি লম্বা একটি জ্যাকেট আর মাথায় স্কার্ফ পরে কম্পিত হৃদয়ে স্কুলে গিয়েছিলাম।
আমি ঐ দিনটির কথা কখনও ভুলবনা, আমার তিনজন বন্ধুর একজন আমাকে হিজাব পরিহিত অবস্থায় দেখে হাসল এবং বলল যখন আমি স্কুলে আসব তখন আমার উচিত এটা খুলে ফেলা এবং স্কুল থেকে যাওয়ার সময় আবার পরা যাতে কেউ লক্ষ্য না করে। তখন একটা ছেলে তা শুনতে পেয়ে আমায় বলল, 'ওর কথা শুনোনা, ও খারাপ।' ঐদিন আমি ভগ্নহৃদয়ে বাড়ি ফিরলাম। কম্পিউটারের সামনে বসে অনবরত কাঁদতে লাগলাম। যখন আমি কাঁদছিলাম তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলেন আমি কেন কাঁদছি। ছেলেরা আমার হিজাব সম্পর্কে যা বলেছে আমি তা বললাম। "তারা কেন তোমাকে এসব বললো? ", তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, "তারা বলছিল আমি ছিলাম পরীর মত দেখতে।" আমার মা হাসলেন এবং আমি আরও হতাশ হয়ে পড়লাম।
হিজাবের পর
হিজাব পরায় আমি অভ্যস্ত হয়ে পড়লাম। এটা আমাকে ধীরে ধীরে আরও ভাল হতে সাহায্য করল। আমি ভেবেছিলাম লোকেরা আমার সমালোচনা করবে কিন্তু তারা আমায় আরও বেশী সম্মান করতে লাগল। আমি ভাবলাম আমাকে হয়ত বাজে দেখাবে কিন্তু এটি আমাকে আরও নম্র আর উজ্জ্বল করল। এটাই হচ্ছে সৌন্দর্যের সর্বোত্তম রূপ। হিজাবেই সৌন্দর্য এবং সর্বশক্তিমান আল্লাহ্ আমাদের তা পরিধানের নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা সুরক্ষিত থাকতে পারি।
আমার তথাকথিত বন্ধুরা
আমার ক্লাসের মেয়েরা তাদের নিজস্ব ভাষায় কথা বলত যা আমি বুঝতাম না। শুধুমাত্র তিনজন মেয়ে ইংরেজির পাশাপাশি আরবি বলত। ফলে, এই তিনজনই ছিল আমার বন্ধু হওয়ার মত। যে তিনজন মেয়ের সাথে আমি চলতাম তারা কেউই হিজাব করত না; তাদের পোশাক ছিল আমার চেয়েও আঁটসাঁট, শুকনো চুল উড়ত প্রায় প্রতিদিনই। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল গান, ছেলে এবং আরও বাজে কিছু যা আমি আগে জানতাম না। তারা সচরাচর আমাকে এড়িয়ে চলত। আমি তাদের ভয় পেতাম যদিও শুধু তারাই ছিল আমার বন্ধু যাদের সাথে আমি যোগাযোগ করতে পারতাম।
আত্মমর্যাদা
ঐ মেয়েদের সাথে থেকে আমার আত্মমর্যাদাবোধ কমতে থাকল। ভেতরে ভেতরে আমি নিজেকে ঘৃণা করতে লাগলাম। আত্মমর্যাদার মাপকাঠিতে আমারটা ছিল শূন্যের কোটায়। আমার নিজেকে পরাজিত মনে হল। আমি মার্জিত পোশাক আর সাজসজ্জায় নিজেকে মানিয়ে নিতে চাইলাম। আমার তথাকথিত বন্ধুরা আমাকে ছেলেদের সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে উৎসাহিত করত। কিন্তু আমি ছিলাম ধৈর্যশীল।
স্কুলজীবন শেষে
স্কুলজীবন শেষে আমি আরও ভাল মুসলিমাহ হওয়ার চেষ্টা করলাম। কৃত্তিম সাজসজ্জা পরিত্যাগ করলাম। আমার সমস্ত মনোযোগ দিলাম সঠিক কাজ করায়। 'ইসলাম' বিষয়ে আরও গভীরভাবে জানার চেষ্টা করলাম। ধীরে, খুব ধীরে আমি আত্মিক দিক থেকে আল্লাহ্র নিকট পৌঁছানোর চেষ্টা করলাম- আলহামদুলিল্লাহ্।
বিশ্ববিদ্যালয়
আমার বন্ধুরা পড়া ছেড়ে দিল। আমি পড়া চালিয়ে গেলাম এবং এখন আমি আমার এম. এ. সম্পন্ন করতে আগ্রহী। আমার চারবছরের বিশ্ববিদ্যালয় জীবনে আমি কোন কৃত্তিম সাজসজ্জা করতাম না। আমার হিজাব করার লক্ষ্য ছিল সবসময় বিনয়ী পোশাক পরা যা ছিল বর্ণহীন এবং অনাকর্ষণীয় এবং যা শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য। আমার যে সকল বন্ধু ছিল তারা সকলেই আল্লাহ্কে ভয় করত; তারা ছিল ভাল মুসলিমাহ। নিজেকে উন্নত করা আর ভাল কাজের ব্যাপারে তারা সবসময় আমাকে উৎসাহ দিত, আলহামদুলিল্লাহ্।
আমার বোনদের প্রতি
ওয়াল্লাহি, আমার দ্বীনি বোনেরা, হিজাব হচ্ছে নূর (আলো)। পুরুষদের আপনার সৌন্দর্যে মুগ্ধ হতে দেবেন না। আপনার মূল্য অনেক। নিজেকে আবৃত করার মাধ্যমে একে সুরক্ষিত রাখুন। শুধুমাত্র আল্লাহ্র জন্য হিজাব করুন যাতে করে তিনি আপনার উপর সন্তুষ্ট হন। তিনি এমন কিছু করতে বলেননা যাতে আমাদের অকল্যাণ হয় এবং একজন গর্বিত হিজাবি মুসলিমাহ হিসেবে আমি বলতে চাই যে এর উপকারীতা অনেক।
অনেকেই হিজাব করেননা এই ভেবে যে লোকে কী বলবে। আমি তাদের বলতে চাই যে, তারা কি এ নিয়ে উদ্বিগ্ন নয় যে, আল্লাহ্ কী বলবেন? যখন কেউ হিজাব না করার সিদ্ধান্ত নেয় তখন প্রকৃতপক্ষে সে শয়তানেরই অনুসরণ করে। আল্লাহ্র অবাধ্যতা করে সে শয়তানকে খুশি করে।
কে আপনার আনুগত্য পাওয়ার দাবী রাখে? তিনি কি আল্লাহ্ নন যিনি সবকিছুতে আপনার জন্য জান্নাত চান।
দু'আ
সর্বশক্তিমান আল্লাহ্ যেন আমাদের সকলকে সঠিক পথের উপর রাখেন। আল্লাহ্ যেন প্রত্যেকটি মেয়েকে হিজাব পরার শক্তি দেন। তিনি যেন সকল মুসলিমাহর অন্তরকে নূরের আলোয় আলোকিত করেন। প্রত্যেকের অন্তরে হিজাবের জন্যে ভালবাসা তৈরী করেন এবং সকলকে তাঁর আনুগত্যের উপর দৃঢ় রাখেন।
মূল লেখা : Struggle Towards Light
Collected from sisters' blog I Got It Covered.