বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

কিছু ছন্নছাড়া সময়ের গল্প ২

মন খারাপ থাকলে মাঝে মাঝে কিছু সুন্দর কবিতা ভালো খোরাক যোগায়। তেমনই কিছু কবিতা পড়লাম, আর ভালো লাগা কয়েকটি লাইন...

১.
 দিন রাত্রির এই সংগ্রাম, এই পরাজয় ভীতি,
এই পশ্চাৎ অপসরণের রীতি
থামুক নিমেষ লাগি...
মানুষের খর সূর্য দীপ্তি আবার উঠুক জাগি...
প্রগাঢ় রক্ত পাপড়ি খোলার মত
একটি নিমেষ দাও মোরে অন্তত।

-ফররুখ আহমদ


২.
যে শাদা দেখি ঐ বকের পাখাতে
সে রঙ চায় ওকি আকাশে মাখাতে।

বোঝে না পাখি সে কি নীলের শিথানে
কি ফুল ফুটে আছে আকাশ-বিতানে?
আলেয়া ঝিকিমিকি সন্ধ্যাতারাতে।

-আল মাহমুদ


৩.
জড়পিণ্ড হে নিঃস্ব সভ্যতা!
তুমি কার দাস?
অথবা তোমারি দাস কোন পশুদল!
মানুষের কী নিকৃষ্ট স্তর!
যার অত্যাচারে আজ প্রশান্তি; মাটির ঘরঃ জীবন্ত কবর
মুখ গুঁজে প'ড়ে আছে ধরণীর 'পর।
-------------------------------------------

হে জড় সভ্যতা!
মৃত - সভ্যতার দাস স্ফীতমেদ শোষক সমাজ!
মানুষের অভিশাপ নিয়ে যাও আজ;
তারপর আসিলে সময় বিশ্বময়
তোমার শৃঙ্খলগত মাংসপিন্ডে পদাঘাত হানি'
নিয়ে যাব জাহান্নামের দ্বার-প্রান্তে টানি' ;
আজ এই উৎপীড়িত মৃত্যু- দীর্ণ নিখিলের অভিশাপ বও
ধ্বংস হও তুমি ধ্বংস হও।।


 -ফররুখ আহমদ

 ৪.
আমার কৈশোর আমাকে আর্দ্র করে রেখেছিল।
আর আমার চোখ ছিল গ্লাসে ভিজানো
ইছবগুলের দানার মতো জলভরা।

 -আল মাহমুদ

 ৫.
হে প্রেমময়! আমাদের আরো প্রেম দান কর
দাঁতাল জালিমের গ্রাস থেকে আমাদের রক্ষা কর
আমরা আমাদের খানা রেখে দিলাম দূরে, তোমার নির্দেশ
এখন পৃথিবীর সমস্ত সবুজ অঞ্চলে আত্মশুদ্ধির দিন
নড়ে উঠার মত সাহসের মিসাইল আমাদের বুকে দান কর।
ক্রুদ্ধ শকুন এখন পাখা মেলেছে আমাদের মাথার উপর।

-গোলাম মোহাম্মদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন