মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

কিছু ছন্নছাড়া সময়ের গল্প

অনেকক্ষণ ধরেই একা একা বিরক্ত হচ্ছিলাম। অনলাইনে আর কত পড়ব? মনে হচ্ছে থিসিস ই কুইট করে ফেলি। শেষমেশ পিসিই অফ করে দিলাম। কম্পিউটারের মনিটরে পড়া আর কঠিন মলাটের শুষ্ক বই হাতে নিয়ে পড়ার মধ্যে পার্থক্য বিস্তর। বইয়ের চেনা-পরিচিত গন্ধটাও যেন পড়ার অনুভূতিটাকে আরও গভীর করে তোলে। র‍্যান্ডমলি কবিতা পড়তে লাগলাম। বই হাতে পেয়ে পড়ার পুরনো অনুভূতিটা ফিরে এলো। কিছু কবিতার লাইন পড়ে অদ্ভুত রকমের ভাল লাগলো। ভিতরে কেমন যেন নাড়া দিয়ে গেল। তাইত আবারো ফিরে এলাম অধরার জগতে ধরে রাখার জন্য।
ভাল লাগা কয়েকটি লাইন  

১. "হে পাখি তোমার এ জড়তা ঘুচে যাক,
তোমার শীর্ণ ক্লিন্নতা মুছে যাক
কালো রাত্রির সাথে-ক্ষীয়মাণ ঝরোকাতে।
আবার আতশী গান,
আবার জাগুক দিগন্ত সন্ধান,
আরক্ত আভা তোমার তূতীর কণ্ঠ রবে না ঢাকা,
আবার মেলবে রক্তিম আঙরাখা
নীল আকাশের তারার বনের স্বপ্নমুখর মনে
আখরোঠ বনে
বাদাম, খুবানি বনে।"

 -ফররুখ আহমদ
 ২. "প্রবাল দ্বীপের গোঁড়া পত্তন হবে,
কি করে সে কথা হয়ে গেল জানাজানি!
দল বেঁধে এল অযুত প্রবাল কীট
কাঁপায়ে দু'পাশে দরিয়ার লোনা পানি।
রেখে এল তারা জীবনের সব সাধ,
ফেলে এল তারা জীবনের সব গান,
নব সৃষ্টির পথ চলে উন্মাদ,
ভিত্তি মূলেই জীবন করিতে দান।
----------------------------------
রাখে না খবর খোঁজ রাখে না তো কেউ,
কেউ কোন দিন সন্ধান নাহি করে,
প্রবাল কীটেরা নিভৃতে গড়ে দ্বীপ
সকল আঁখির; সকলের অগোচরে।
প্রবাল দ্বীপের গোঁড়া পত্তন হবে,
কি করে পেয়েছে তা'রা সে হাতছানি!
মৃত্যু যাদের ত্যাগের মহান ছবি
মরণেই তা'রা পায় যে জিন্দেগানি।"
 -ফররুখ আহমদ
   
৩. "কত ভেদজ্ঞান কলহ, ঈর্ষা, লোভ ও অহংকার
সব দূর করে দেবে পবিত্র নামের মহিমা তাঁর।
তোমরাই হবে নতুন পথিক তাঁর তীর্থের পথে। 
তোমাদেরই পদচিহ্ন ধরিয়া না দেখা আকাশ হতে
আসিতেছে নবযুগের যাত্রী তরুণ নওজোয়ান,
আর দেরী নাই, দেখে যাব পৃথিবীর দুঃখ অবসান।" 
- কাজী নজরুল ইসলাম 


৪. "কেউ ভুলে গেছে বলে আমি কেন ভুলে যাব পথ
এখনও সূর্য উঠে, ফুল ফোটে, পাখি গান করে
এখনও মানুষেরা স্নিগ্ধ হাতে জনপদ গড়ে
ঝড়ের দাপট দেখে আমি কেন হব ক্লান্ত স্লথ?"
-গোলাম মোহাম্মদ
   
আরও অনেক ভালো লাগা রেখে দিলাম বইয়ের পাতায়.........

২টি মন্তব্য:

  1. সবগুলো কবিতাই চমৎকার লাগলো। এই কবিদের সবাইকেই অনেক ভালো লাগে, আল্লাহ তাদের উপর রাহমাত বর্ষণ করুন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ। আসলেই অনুপ্রেরণা যোগায় কবিতাগুলো। আল্লাহ্‌ উনাদের কাজের উত্তম প্রতিদান দান করুন।

      মুছুন