শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

হৃদয়ের চোখ দিয়ে দেখা

যখন আপনি কোন খারাপ পরিস্থিতি বা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন, তখন সেগুলোকে ভেবে দেখার ব্যাপারে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হউন।  চলমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেখতে গেলে আপাতদৃষ্টিতে ঠিক মনে হলেও, তা হবে একটা বড় প্রবঞ্চনা। যা আপনাকে ভুলপথে নিয়ে যাবে এবং একসময় ধ্বংসের কারণ হবে।


চোখ বন্ধ করুন। অতঃপর সত্য উপলব্ধির ব্যাপারে হৃদয়কে চালনার ক্ষেত্রে আল্লাহ্‌র কাছে সাহায্য চান। হৃদয়, শুধুমাত্র হৃদয় দিয়েই সত্যের দর্শন পাওয়া সম্ভব। এটা শুধুমাত্র হৃদয়ের চোখ, যা দিয়ে আপনি সুখ, দুঃখ কিংবা ভয়ের দ্বারা তৈরি ভ্রান্তির মাঝেও পরিষ্কার দেখতে পাবেন। কেবলমাত্র অন্তর্দৃষ্টির দ্বারাই সৃষ্টি এবং সৃষ্ট অবস্থার ভেতরটা দেখা সম্ভব। এটা সেই অন্তর্দৃষ্টি যা আপনাকে সর্বক্ষেত্রে আল্লাহ্‌র উপস্থিতি টের পাইয়ে দিবে।
তবে, সতর্ক থাকবেন অন্তর্দৃষ্টির স্বচ্ছতার ব্যাপারে, যার উপর নির্ভর করে আপনার সবকিছু দেখা।


মূল লেখা : ইয়াসমিন মোগাহেদ
The Lens Of the Heart

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন