আমার ফেলে আসা
ধূসর ধূলো জমা সময়,
সন্ধ্যে বেলা ফিরে আসা শ্রান্ত মন,
একাকী ঘরের কোণে পড়ে থাকা অসমাপ্ত রাত
আর মন খারাপ করে দেয়া ধোঁয়াশা সকাল......
আমাকে আজও পিছু ডাকে।
আমার ভয় হয়,
যদি ফিরে যেতে হয়।
আমি চাই,
শুদ্ধ এক সময়
যেখানে ধুলো জমে থাকবে না,
মায়াবী এক আবেশে কেটে যাবে সন্ধ্যেটা,
রাতটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়
আর সকাল আসবে অদ্ভুত এক সম্ভাবনার বার্তা নিয়ে।।
ধূসর ধূলো জমা সময়,
সন্ধ্যে বেলা ফিরে আসা শ্রান্ত মন,
একাকী ঘরের কোণে পড়ে থাকা অসমাপ্ত রাত
আর মন খারাপ করে দেয়া ধোঁয়াশা সকাল......
আমাকে আজও পিছু ডাকে।
আমার ভয় হয়,
যদি ফিরে যেতে হয়।
আমি চাই,
শুদ্ধ এক সময়
যেখানে ধুলো জমে থাকবে না,
মায়াবী এক আবেশে কেটে যাবে সন্ধ্যেটা,
রাতটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়
আর সকাল আসবে অদ্ভুত এক সম্ভাবনার বার্তা নিয়ে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন